সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৫
সুরমা মেইলঃচীনে ১৪ বছরের কমবয়সী কোনও দেহব্যবসায়ীর সঙ্গে যৌনতায় লিপ্ত হলে সাজার বিধান রেখে আইন পাস হয়েছে। অভিযুক্তর ১৫ বছরের জেল এমনকি ফাঁসিও হতে পারে। চীনের সংসদে দীর্ঘ বিতর্কের পর পাস হলো এই আইন।
যদিও ১৯৯৭ সালে চীনের ক্রিমিনাল আইনেই এই আইনের কথা নথিভুক্ত করা হয়েছিল। কিন্তু আইন বিশেষজ্ঞদের দীর্ঘ যুক্তি, পাল্টা যুক্তির কাছে থমকে ছিল দোষীদের সাজার বিষয়টি। অনেকের মত ছিল, এই ধরনের ঘটনায় কেউই দোষী নন, যেহেতু কমবয়সী দেহব্যবসায়ীরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করছেন তাই তাদের সঙ্গে সেক্স করা কোনও অপরাধ নয়।
এই যুক্তিতেই ২০০৮ সালে ১৪ বছরের কমবয়সী যৌনকর্মীর সঙ্গে দৈহিক সম্পর্ক করে ১৫ দিন জেল খাটেন লু ইয়ুমিন নামের ব্যাক্তি। কোনও রকম সর্বোচ্চ শাস্তির বদলে ৭৮০ মার্কিন ডলার ক্ষতিপূরণ দিয়ে অপরাধ থেকে মুক্তি পেয়েছিলেন লু ইয়ুমিন। এই খবর গণমাধ্যমে প্রকাশিত হতেই চিনের মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যার জেরে প্রশাসন লু ইয়ুমিনকে ১০ বছরের জন্য জেলের সাজা দেয়।
চীনের আইনি বিশেষজ্ঞদের একাংশ মনে করেন, ‘কমবয়সীদের সঙ্গে যৌনতায় লিপ্ত হওয়াকে ধর্ষণ হিসেবেই মেনে নেওয়া উচিত। এটা জানার দরকার নেই, মেয়েটি কি করে অথবা তার পেশা কি?’
Design and developed by ওয়েব হোম বিডি