১৪ বছর বয়সে যৌন হয়রানির শিকার বিপাশা

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৬

১৪ বছর বয়সে যৌন হয়রানির শিকার বিপাশা

downloadবিনোদন ডেস্ক :: ১৪ বছর বয়সে যৌন হয়রানির শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। তাও কাছের এক আত্মীয়ের মাধ্যমে। এরপর থেকেই অনেকটা চুপসে গিয়েছিলেন তিনি। তবে পরে মডেলিংয়ের সঙ্গে জড়িত হওয়ার পর এই পরিস্থিতি ধীরে ধীরে কাটিয়ে উঠেন তিনি। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি। সম্প্রতি খোদ বিপাশা বসু একটি টিভি সাক্ষাৎকারে এ বিষয়টির খোলাসা করেন। এর মাধ্যমে দারুণভাবে আলোচনায় চলে এসেছে বিষয়টি।

শুধু তাই নয়, সেই সাক্ষাৎকার অনুষ্ঠানে বিপাশার স্বামী কারাণ সিং গ্রোভারও ছিলেন। তার সামনেই এমন বক্তব্যর মাধ্যমে যেন বোমাই ফাটালেন বিপাশা। মূলত শিশু ও কিশোর বয়সের কথা বলতে গিয়ে বিষয়টি অনুষ্ঠানে বলে ফেলেন এ অভিনেত্রী। তিনি বলেন, আমার শৈশব ও কৈশোর দুরন্তপনায় কেটেছে। কিন্তু একটি ভয়ংকর অভিজ্ঞতাও হয়েছিল আমার। আমি তখন স্কুলে পড়ি। ১৪ বছর হবে বয়স। সে সময় এক আত্মীয় আমার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছিল। কিন্তু আমি কোনোরকমে সেদিন পার পেয়েছিলাম। সেই যৌন হয়রানির কথা আমি বাসায় পর্যন্ত কাউকে বলিনি। তবে পরে পুরুষদের এড়িয়ে চলতাম। কিন্তু মডেলিংয়ে যোগ দেয়ার পর থেকে স্বাভাবিক হতে থাকি। এরপরতো আমার পুরুষ বন্ধুই ছিল বেশি। তার মধ্যে একজন কারাণ সিং গ্রোভার। এখন আমার বন্ধুই আমার লাইফ পার্টনার। এটা ভাবতেই ভালো লাগে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com