১৭ জুলাই বিশ্বনাথের ৫ ইউপির নির্বাচন

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, মে ৩১, ২০২৩

১৭ জুলাই বিশ্বনাথের ৫ ইউপির নির্বাচন

বিশ্বনাথ প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হবে। বুধবার (৩১ মে) নির্বাচন কমিশনের (ইসি) উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্বাচনের তফসিল সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

 

ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনের তারিখ ঘোষিত ওই ৫টি ইউনিয়ন পরিষদ হচ্ছে- উপজেলার ‘অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস’ ইউনিয়ন পরিষদ।

 

নির্বাচনের দিন (১৭ জুলাই) স্ব-স্ব ইউনিয়ন পরিষদগুলোতে নতুন নেতৃত্বের জন্য ‘ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে প্রতিদ্বন্দিতাকারীদের মধ্যে ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করে নিজের পছন্দের প্রার্থীকে বিজয়ী করবেন ভোটাররা।

 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন।

 

বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার।

 

(সুরমামেইল/একে)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com