সিলেট ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : নিবার্চনের ১৭ দিন পর অবশেষে প্রকাশিত হলো গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের সরকারি গেজেট। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে ১৭ জানুয়ারি রবিবার এ গেজেট প্রকাশিত হয়। গেজেটে গোলাপগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র হিসেবে সিরাজুল জব্বার চৌধুরীর নাম রয়েছে। গেজেট প্রকাশের মাধ্যমে গোলাপগঞ্জ পৌর মেয়র পদ নিয়ে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটলো। ৩০ ডিসেম্বর দেশব্যাপি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের সাথে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গোলাপগঞ্জ পৌর নির্বাচনকে নিয়ে হাইকোর্ট বিভাগে একাধিক রিট করা হয়। তখন হাইকোর্টের আদেশে প্রাথমিক অবস্থায় নির্বাচন স্থগিত হলেও পরবর্তীতে চেম্বার জজ স্থগিতাদেশ রহিত করায় ৩০ ডিসেম্বর শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচন পরবর্তী সময় গত ৫ জানুয়ারী সুপ্রীম কোর্টের আইনজীবি নাহিদ সুলতানা স্বাক্ষরিত পত্রে দাবি করেন মহামান্য হাইকোর্ট গোলাপগঞ্জ পৌর নির্বাচনের ব্যাপারে স্থিতিতাদেশ প্রদান করেছেন।পরদিন ৬ জানুয়ারী সুপ্রীম কোর্টের অপর এক আইনজীবি অ্যাডভোকেট মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে দাবী করেন গোলাপগঞ্জ পৌর নির্বাচনে ফলাফল প্রকাশ ও প্রজ্ঞাপন জারির ব্যাপারে সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগ স্থগিতাদেশ দিয়েছেন।জানা যায়, নির্বাচন কমিশন সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করে রবিবার সিলেট জেলার অন্য দুটি পৌরসভা জকিগঞ্জ ও কানাইঘাটের নির্বাচনের ফলাফলের সাথে গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনের গেজেটও প্রকাশ পেয়েছে।গেজেট প্রকাশ হওয়ায় গোলাপগঞ্জ পৌরবাসীর মনে স্বন্তি ফিরে এসেছে। গেজেটে মেয়র পদে বিজয়ী হিসেবে সিরাজুল জব্বার চৌধুরীর নাম রয়েছে।এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সুফিয়া বেগম, ২নং ওয়ার্ডে মেহেরুন বেগম, ৩নং ওয়ার্ডে মনোয়ারা ফেরদৌস, সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোহাম্মদ জহির উদ্দিন, ২নং ওয়ার্ডে মোহাম্মদ জামেল আহমদ চৌধুরী, ৩নং ওয়ার্ডে জবান আলী, ৪নং ওয়ার্ডে এম ফজলুল আলম, ৫নং ওয়ার্ডে রুহিন আহমদ খান, ৬নং ওয়ার্ডে মো. আব্দুল জলিল, ৭ নং ওয়ার্ডে মো. হেলালুজ্জামান হেলাল, ৮নং ওয়ার্ডে জামাল আহমদ জানাল ও ৯নং ওয়ার্ডে নাজিম উদ্দিনকে সরকারি ভাবে নির্বাচিত হিসেবে ঘোষণা করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি