সিলেট ১৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০১ পূর্বাহ্ণ, জুলাই ২৩, ২০১৮
রাজশাহী জেলা সিভিল সার্জন কার্যালয়ের স্টোর থেকে এক ট্রাক সরকারি ঔষধ ও চিকিৎসা সামগ্রী পাচারের সময় গোদাগাড়ী উপজেলা হাসপাতালের ফার্মাসিস্টকে আটক করেছে র্যাব-৫।
রোববার (২২ জুলাই) সন্ধ্যার দিকে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় এক ট্রাক সরকারি ঔষধ জব্দ করা হয়েছে।
আটক ফার্মাসিস্টের নাম সাইফুল ইসলাম (৪০)।
র্যাব রাজশাহী-৫ এর কমান্ডার মেজর আশরাফুল ইসলাম সাংবাদিকদের জানান, সরকারি বরাদ্দের বাইরে ওই ঔষধগুলো বিভিন্ন দোকানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। তবে গোপন সংবাদের ভিত্তিতে ওষুধ সরবারকারী ট্রাকটি প্রথমে আটক করা হয়। এরপর ট্রাকের সঙ্গে থাকা গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্ট সাইফুল ইসলামকে আটক করা হয়।
তবে ঘটনার সঙ্গে জড়িত আরেক হোতা সিলিভ সার্জন অফিসের স্টোর কর্মকর্তা মকবুল হোসেন পলাতক রয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। মকবুল স্টোর থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রীগুলো গোদাগাড়ী হাসপাতালের ফার্মাসিস্টের সহায়তায় পাচারের চেষ্টা চালাচ্ছিলেন।
প্রসঙ্গত, এর আগেও রাজশাহী সিভিল সার্জনের দপ্তর থেকে ওষুধ পাচারের সময় বিভিন্ন সময়ে বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। কিন্তু বরাবরের মতোই ধরা-ছোঁয়ার বাইরে থাকেন হোতারা।
Design and developed by ওয়েব হোম বিডি