১ স্বামীর তের স্ত্রী, সবাই অন্তঃসত্ত্বা

প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, মে ৩, ২০১৬

১ স্বামীর তের স্ত্রী, সবাই অন্তঃসত্ত্বা

500x350_b5f8804af79542ddab9f2cf2a5e14f48_20

আন্তর্জাতিক ডেস্ক : তের জন নারীর একজন স্বামী। অর্থাৎ একজন ভদ্রলোক ১৩ নারীকে নিয়ে সংসার করছেন। আরো মজার ঘটনা হচ্ছে, এই ১৩ নারীই একসঙ্গে সন্তানসম্ভবা।

মধ্যযুগে এ ধরনের গল্প খুঁজে পাওয়া গেলেও একবিংশ শতাব্দীতে এ ধরনের ঘটনা বিরল। এতে ঐ ব্যক্তি ও তার স্ত্রীদের নাম-পরিচয় কিংবা তারা কোন দেশের নাগরিক, তা জানানো হয়নি। প্রতিবেদনে বলা হয়, ভদ্রলোক ১৩টি বিয়ে করেন। এখন তার স্ত্রীরা সবাই সন্তানসম্ভবা। তার স্ত্রীরা জানিয়েছেন, স্বামীকে তারা খুবই ভালোবাসেন। তারা সবাই পরস্পরের সঙ্গে সম্মানজনকভাবে কথা বলেন। এ ছাড়া তারা সবাই মিলেমিশেই স্বামীর দেখভাল করেন। বহু বিবাহ ওই ব্যক্তির দেশে বৈধ হলেও একসঙ্গে ১৩ স্ত্রীর সন্তানসম্ভবা হওয়ার ঘটনা এটাই প্রথম। তাদের গর্ভধারণের সময়ের ব্যবধান তিন থেকে চার সপ্তাহ।
সূত্র: ডেইলি মেইল

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com