২০৪ রানে অলআউট নিউজিল্যান্ড

প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

২০৪ রানে অলআউট নিউজিল্যান্ড

image_166326_0স্পোর্টস ডেস্ক :: গতকাল বল হাতে দাপট দেখিয়েছিলেন ভুবনেশ্বর কুমার। আজ সকালে সেই কাজটা করলেন মহম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। তাঁদের দাপটে ইডেনে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ২০৪ রানে অলআউট হয়ে গেল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ১১২ রানে এগিয়ে ভারতীয় দল। ফলে বৃষ্টি বাধা না হলে এই টেস্টেও জয়ের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেল বিরাট কোহলির দল। ম্যাচ জিতলেই টেস্টে এক নম্বর হয়ে যাবে ভারত।

গতকালের ৭ উইকেটে ১২৮ রান নিয়ে খেলতে নেমে আজ সকাল থেকে দ্রুত রান তুলতে থাকেন দুই অপরাজিত ব্যাটসম্যান জিতন পটেল ও বিজে ওয়াটলিং। তাঁদের জুটিতে ৬০ রান ওঠে। এরপর দিনের প্রথম আঘাত হানেন অশ্বিন। তাঁর বলে শামির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পটেল (৪৭)। এরপর বাকি দুটি উইকেট নেন শামি। প্রথমে তিনি ফেরান ওয়াটলিংকে (২৫)। নিল ওয়াগনারও (১০) শামির শিকার।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মধ্যাহ্নভোজের বিরতির সময় বিনা উইকেটে ১২ রান করেছে ভারত। মুরলী বিজয় (৭) ও শিখর ধবন (৪) ব্যাট করছেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com