২০ বছর পর তামিল ছবিতে কাজল

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৬

বিনোদন ডেস্ক :: ধনুষের আগামী ছবি ‘ভেলাইভিল্লা পট্টাথারি টু’-র শ্যুটিং শুরু করলেন কাজল। টুইটারে প্রথম দিনের শ্যুটিংয়ের ফাঁকের এক মুহূর্তের ছবি পোস্ট করেছেন তিনি।

ধনুষ ও ছবির পরিচালক সৌন্দর্যার সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে এই ছবিতে।

১৯৯৭-এ অরবিন্দ স্বামী ও প্রভুদেবার সঙ্গে সুপারহিট ‘মিনসারা কানাভু’ করেন কাজল। তারপর এটাই তাঁর দ্বিতীয় তামিল ছবি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com