সিলেট ২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৫
সুরমা মেইলঃ অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফেসবুক অনুসারীর সংখ্যা এখন ২ মিলিয়ন। সংখ্যাটা চমকে যাওয়ার মতো হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক যাচাই করে এ তথ্য পাওয়া গেছে। তার বর্তমান ফেসবুক অনুসারীর সংখ্যা ২০ লাখ ৪০ হাজার ৪৬৬। এই মাইলফলক দেশের অভিনয় জগতের আর কোনো তারকার নেই। বিষয়টি নিয়ে তাই বেশ উচ্ছ্বসিত নুসরাত ফারিয়া। তিনি বলেন, ‘মাত্র কিছুদিন আগে আমার ফেসবুক পেজ ভেরিফাইড হয়েছে। আর এই স্বল্প সময়ের মধ্যেই অনুসারীর সংখ্যা এতটা যাবে ভাবতেও পারিনি। ২ মিলিয়ন মানে ২০ লাখ ভক্ত আমাকে অনুসরণ করছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি আজীবন দর্শকের এই ভালোবাসায় সিক্ত হতে চাই।’
Design and developed by ওয়েব হোম বিডি