২২ সেপ্টেম্বর ‘অফিস ২০১৬’ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট

প্রকাশিত: ১:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০১৫

২২ সেপ্টেম্বর ‘অফিস ২০১৬’ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট

office-2016_story

সুরমা মেইলঃ চলতি মাসের ২২ সেপ্টেম্বর অফিস সফটওয়্যারের নতুন সংস্করণ ‘অফিস ২০১৬’ উন্মুক্ত করার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ জানিয়েছে, নতুন অফিস সফটও​য়্যারে​ ছোট ছোট কিন্তু উল্লেখ​ যোগ্য পরিবর্তন আসছে। একই সময়ে একটি ডেস্কটপ অ্যাপ্লিকেশনের সাহায্যে একাধিকজনের সম্পদনার সুযোগ থাকছে এতে। এ ছাড়াও থাকছে নতুন ডিজাইন থিম। থিমের সঙ্গে যুক্ত হচ্ছে ডার্ক থিম ও রঙিন থিম।হোম ইউজার ও পেশাদার অফিস স্যুট ব্যবহারকারীদের বিষয়টি মাথায় রেখেই ২২ সেপ্টেম্বর অফিস সফটওয়্যারের নতুন এই সংস্করণটি উন্মুক্ত করতে যাচ্ছে মাইক্রোসফট।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেমে যে টাচ সুবিধার অফিস সংস্করণ রয়েছে, অফিস ২০১৬ এর সঙ্গে তার মিল থাকবে। আউটলুক ২০১৬ সংস্করণে সার্চ, অ্যাটাচমেন্ট, স্টোরেজ ও ইমেইল ডেলিভারি সুবিধাও উন্নত করছে মাইক্রোসফট। এ ছাড়াও, ২০১৬ সংস্করণের ওয়ার্ড ও এক্সেলে ইমেজ যুক্ত করার ফিচারটি আরও উন্নত করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটি।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com