২৩ জানুয়ারি বিয়ে করছেন বিরাট-অনুশকা?

প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০১৫

২৩ জানুয়ারি বিয়ে করছেন বিরাট-অনুশকা?

virat

সুরমা মেইলঃ আগামী বছরের প্রথমেই কী বিয়েটা সেরে ফেলছেন বিরাট-অনুশকা? ফেসবুকের একটা হঠাৎ পোস্টে এই তারকা জুটির বিয়ে নিয়ে জল্পনাটা এক লাফে অনেক গুণ বেড়ে গেল।

সোমবার ফেসবুকে  জনৈক এক ইউজার এই সেলেব্রেটি কাপলের বিয়ের কার্ডের ছবি পোস্ট করেন।

ছবি বলছে ২০১৬-এর ২৩ জানুয়ারি নাকি গাঁটছড়া বেঁধে ফেলছেন দু’জনে। অবশ্য পোস্ট করার এক মিনিটের মধ্যেই সরিয়ে ফেলা হয় এই ছবি।

কিছুদিন আগেই খবর রটেছিল মুম্বইয়ের ওরলি অ্যাপার্টমেন্টের একটি বিলাসবহুল ফ্ল্যাটে নাকি একসঙ্গে থাকতে শুরু করেছে এই তারকা জুটি।

দু’জনের ঘনিষ্ঠ এক বন্ধু স্বীকারও করে নেন এই ঘটনার সত্যতা। সঙ্গে সঙ্গে বি-টাউনে রটে যায় বিরাট-অনুশকার বিয়েটা বোধহয় আর ক’টা দিনের অপেক্ষা।

কেউ কেউ বলতে শুরু করে দেন, নিজেদের ইক্যুয়েশনটা আরো মজবুত করতেই বিয়ের আগে লিভ ইন করার সিদ্ধান্ত নিয়েছেন দু’জনে।

২০১৫-এর শেষে নাকি ২০১৬-এর শুরুতে, কবে বিয়ে করছেন বিরাট-অনুশকা? খাতা-পেন্সিল হাতে রীতিমতো হিসেব-নিকেশ শুরু করে দিয়েছেন সাংবাদিকরা।

নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কোনো দিনও লুকোছাপা করেননি তিনি। সবার সামনেই প্রেমিক বিরাট কোহলির হাতে হাত রেখে বিনা দ্বিধায় ঘুরে বেরান।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com