২৩ রমজানে গোনাহ মুক্তির দোয়া

প্রকাশিত: ৬:১৫ পূর্বাহ্ণ, জুন ৩০, ২০১৬

২৩ রমজানে গোনাহ মুক্তির দোয়া

ma-baba-400x300ধর্ম-দর্শন : ২৩ রমজান ১৪৩৭ হিজরি, বুধবার। জাহান্নামের আগুন থেকে মুক্তির তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে আজ। রমজানের শেষ দশকের তৃতীয় দিনে জীবনের সকল গোনাহ থেকে মুক্তি লাভ করে আল্লাহভীতি অর্জনের একটি দোয়া তুলে ধরা হলো-

উচ্চারণ : আল্লাহুম্মাগ সিলনি ফিহি মিনাজ জুনুব; ওয়া ত্বাহ্হিরনি ফিহি মিনাল উ’য়ুব; ওয়ামতাহিন ক্বালবি ফিহি বি-তাক্বওয়াল ক্বুলুব; ইয়া মুক্বিলা আ’ছরাতিল মুজনিবিন।

অর্থ : হে আল্লাহ! আমার সকল গোনাহ ধুয়ে মুছে পরিষ্কার করে দাও। আমাকে সব দোষ-ত্রুটি থেকে পবিত্র কর। আল্লাহভীতির মাধ্যমে আমার অন্তরকে সকল পরিক্ষায় উত্তীর্ণ কর। হে অপরাধীদের ভুল-ত্রুটি মার্জনাকারী।

আল্লাহ তাআলা রমজানের শেষ দশকের তৃতীয় দিনে মুসলিম উম্মাহকে জীবনের সকল গোনাহ থেকে মুক্তি দিয়ে তাঁর ভয় এবং ভালোবাসা লাভের তাওফিক দান করুন।
আমিন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com