সিলেট ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০১৫
সুরমা মেইলঃ সিরীয় শরণার্থীদের জন্য কিছুই না করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। বরং ২০১১ সালে সিরিয়ার লড়াই শুরু হওয়ার পর এখন পর্যন্ত ২৫ লাখ সিরীয়কে আশ্রয় দেয়ার দাবি করেছে আরব বিশ্বের সবচেয়ে প্রভাবশালী এই দেশটি।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি শুক্রবার জানায়, ‘সিরীয় শরণার্থীদের ব্যাপারে সৌদি আরব কিছুই করছে না’ এই অভিযোগের বিষয়টি পরিষ্কার করতে চায় সৌদি কর্তৃপক্ষ।
ওই কর্মকর্তা বলেন, উপসাগরীয় সহযোগিতা জোটভুক্ত (জিসিসি) ছয়টি দেশ সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতারের কেউই জাতিসংঘের শরণার্থী সনদে স্বাক্ষর করেছি। তবে তার পরও উপসাগরীয় দেশগুলো লাখ লাখ সিরীয় শরণার্থীকে গ্রহণ করেছে।
সিরীয় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত সৌদি আরব একাই ২৫ লাখ সিরীয়কে আশ্রয় দিয়েছে উল্লেখ করে ওই কর্মকর্তা বলেন, সৌদি আরব তাদের সঙ্গে শরণার্থীর মত আচরণ করেনি অথবা তাদের শরণার্থী শিবিরে রাখা হয়নি। বরং তাদের যথাযথ সম্মান ও নিরাপত্তার পাশাপাশি চলাচলে সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। একই সঙ্গে বিনামূল্যে স্বাস্থ্যসেবার পাশাপাশি তাদের কাজের সুযোগ দেয়া হয়েছে। সৌদি আরবে পড়াশোনা করছে এক লাখেরও বেশি সিরীয় শিক্ষার্থী।
এছাড়া যেসব দেশ সিরীয় শরণার্থীদের আশ্রয় দিয়েছে সেখানে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংগঠনের মাধ্যমেও সহায়তা দিচ্ছে সৌদি আরব।
এ পরিস্থিতিতে সৌদি আরব কিছুই করছে না এ ধরনের অভিযোগ ও প্রচারণা দুঃখজনক বলে জানান ওই কর্মকর্তা।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি