সিলেট ১৪ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১৮ পূর্বাহ্ণ, জুলাই ১২, ২০১৬
বিনোদন ডেস্ক : একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েই যাচ্ছেন সুপারস্টার সালমান খান। বক্স অফিসে আয়ের দিক থেকে সর্বকালের সেরা ১৪ সিনেমার মধ্যে পাঁচটিই তার দখলে। আর এবার মুক্তির মাত্র পাঁচ দিনেই সেই আরাধ্য তালিকায় জায়গা করে নিল তার অভিনীত আরো একটি সিনেমা ‘সুলতান’। মুক্তির মাত্র পাঁচ দিনে বিশ্বব্যাপী ৩৪০ কোটি রূপি আয় করে সর্বকালের সেরা ১০ সিনেমার মধ্যে ছবিটি স্থান করে নেয়।
শুধুমাত্র ভারতের বক্স অফিসে মুক্তির পাঁচ দিনে সুপারস্টার অভিনেতা সালমান খান অভিনীত ‘সুলতান’ আয় করে নিয়েছে ১৮২ কোটি রূপি। যা বলিউডে এর আগে দেখা যায়নি। অন্যদিকে শুধু ভারতেই নয়, সমানতালে ছবিটি দাপট দেখাচ্ছে পাকিস্তানসহ বিশ্বের অন্যান্য েদেশেও। সব মিলিয়ে মুক্তির পাঁচ দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৩৪০ কোটি রূপি। যা এত অল্প সময়ে রেকর্ড!
সুলতান’-এর বাজেট: এই সিনেমায় সুপারস্টার সালমান খান কোনো পারিশ্রমিক নেননি। তার পারিশ্রমিক নির্ভর করবে ছবিটির ব্যবসা সফলতার উপর। সালমানের পারিশ্রমিক ছাড়াই ‘সুলতান’ নির্মাণে ব্যয় হয়েছে ৯০ কোটি রূপি। প্রোডাকশন খরচ ৭০ কোটি রূপি আর বিজ্ঞাপনে খরচ হয়েছে ২০ কোটি রূপি।
‘সুলতান’-এর রেকর্ড:
*তিন দিনে ১০৬ কোটি রূপি আয় করে ভারতের ইতিহাসে সর্বোচ্চ আয় করার রেকর্ড গড়লো ছবিটি। এর আগে মাত্র তিন দিনে শত কোটি রেকর্ড স্পর্শ করার ইতিহাস শুধু তারই ছবি ‘বজরঙ্গি ভাইজান’-এর ছিল।
*সালমান অভিনীত গত বছরের ইতিহাস সৃষ্টি করা ছবি ‘বজরঙ্গি ভাইজান’ সাত দিনে আয় করেছিল ১৮১ কোটি রূপি, অন্যদিকে তা পাঁচ দিনেই করে দেখাল ‘সুলতান’।
*তিন দিনে শত কোটি রূপি আয় করা দ্বিতীয় ছবি ‘সুলতান’।
*‘সুলতান’ ছাড়া মুক্তির প্রথম তিন দিনেই বক্স অফিসে ত্রিশ কোটি রূপি আয় করা একমাত্র সিনেমা ‘ধুম ৩’।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি