৩৯ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৬

৩৯ আরোহী নিয়ে সামরিক বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক :: ৩৯ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান সাইবেরিয়ায় বিধ্বস্ত হয়েছে। এই দুর্ঘটনায় ৫ জন বেঁচে যাওয়ার খবরও জানা গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

তবে বাকিদের অবস্থা কী, সে বিষয়ে প্রাথমিক কিছু জানা যায়নি।

এনডিটিভি জানিয়েছে, ইলিউশিন আইএল-১৮ নামে একটি এয়ারক্রাফট ইয়েকাতেরিনবার্গ শহরের কলতসোভো বিমানবন্দর থেকে সোমবার উড্ডয়ন করে। তিকসি এলাকা থেকে ২৭ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়। বিমানে ২৬ জন যাত্রী  এবং ৬ ক্রু ছিলেন।

বিমান বিধ্বস্ত হওয়ার পর অন্তত পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com