সিলেট ১৩ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৯ পূর্বাহ্ণ, মার্চ ৭, ২০১৭
আলী হোসেন, গোয়াইনঘাট প্রতিনিধি :: সারী-গোয়াইন সড়কের পুড়াখাখাই নদীর উপর ৩কোটি টাকা ব্যয়ে নির্মিত পুড়াখাই ব্রীজ উদ্বোধনের ১মাসের মধ্যে ব্রীজের সাইটে (এর্পোচ) ফাটল দেখা দিয়েছে। এতে এলাকাবাসীর মধ্যে নানা রকম কৌতুহল সৃষ্টি হয়েছে।
এক বছর পুর্বে সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে কোটি টাকা মুল্যে পুড়াখাই ব্রীজটি টেন্ডার দেওয়া হয়। সরকারী নিয়ম অনুযায়ী ঠিকাধারী প্রতিষ্টান এএসই/টিইল(জেবি)এর প্রোপাইটার তোফায়েল আহমদ কাজটি সম্পন্ন করেন।
কাজ শেষে গত ৯-২-১৭ইং বিকেলে ডাক, টেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি এবং সিলেট ৪-আসনের সংসদ সদস্য ইমরান আহমদ ব্রীজটির শুভ উদ্বোধন করেন। কিন্তু গত সপ্তাহে হালকা বৃষ্টি হওয়াতেই ব্রীজধিট দক্ষিণ পাশের (এর্পোচ) বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। এখন ঝুকি নিয়ে যানবাহন চলাচল করছে। এতে এলাকাবাসীর মাঝে ক্ষোভের সঞ্চার দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা আব্দুল মালিক, বিলাল উদ্দিন, আব্দুর রশিদসহ একাধিক এলাকাবাসী জানান নি¤œ মানে পন্য দিয়ে ব্রীজের কাজ করায় হালকা বৃষ্টির সময় ফাটল দেখা দিয়েছে। বড় ধরনের ব্রষ্টি সমস্থ ব্রীজ ভেঙ্গে যেতে পারে। তারা ব্রীজটি তদন্ত করে ঠিকাদারের বিরোদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঠিকাধারী প্রতিষ্টান এএসই/টিইল(জেবি)এর প্রোপাইটার তোফায়েল’র সাথে মুটোফোনে আলাপ কালে তিনি জানান, আমি ফাটলের খবর পেয়েছি। দু’একদিনের মধ্যে সৃষ্ট ফাটল মেরামতের ব্যবস্থা করব।
Design and developed by ওয়েব হোম বিডি