সিলেট ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, ডিসেম্বর ৩, ২০১৫
সুরমা মেইল, বিনোদন ডেস্ক : মুক্তির তিন সপ্তাহের পেরুতেই আয়ের দিক থেকে নতুন মাইলফলক ছুঁয়েছে সালমান খানের নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’। বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে সিনেমাটি।
১২ নভেম্বর মুক্তি পাওয়ার পরপরই ভারত ও ভারতের বাইরে বক্স-অফিসে ব্যাপক সাড়া পায় সুরাজ বারজাতিয়া পরিচালিত সিনেমাটি। শুধু ভারতেই প্রথম দিন ৪০ কোটি ৩৫ লাখ রুপি আয় করে রেকর্ড গড়ে ‘প্রেম রাতান ধান পায়ো’।
মুক্তির দু’দিনেই ভারতে ১০০ কোটি ছাড়িয়ে যায় সিনেমাটির আয়।
মঙ্গলবার ২ ডিসেম্বর সিনেমাটির পরিবেশক ফক্স স্টার হিন্দি টুইট করে জানায়, বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয় করেছে সালমানের এই সিনেমা।
‘প্রেম রাতান ধান পায়ো’তে সালমানের বিপরীতে অভিনয় করেছেন সোনাম কাপুর। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে সোয়ারা ভাস্কর, নিল নিতিন মুকেশ, আরমান কোহলি এবং অনুপম খেরকে।
Design and developed by ওয়েব হোম বিডি