সিলেট ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬
সুরমা মেইল ডেস্ক :: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলের বাসিন্দা সোলাইমান আলী (এফ এফ) পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে অবস্থান নেন তিনি। চলে তুমুল লড়াই। জীবন বাজি রেখে এ দেশের দামাল ছেলেরা স্বাধীনতা অর্জন করে। সোলাইমান আলী তাদের একজন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পার হলেও মুক্তিযোদ্বা স্বীকৃতি অর্জনে ব্যর্থ হচ্ছেন তিনি।
দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার বজরুক হরিণা গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে সোলাইমান আলী (৬৫)। স্বাধীনতা যুদ্বের সময় পতিরাম ইওথ ক্যাম্প (patiram youth camp) এম এ মহিউদ্দীন আহম্মদের তত্বাবধানে ৪ সপ্তাহের প্রশিক্ষন গ্রহণ (সার্টিফিকেট নং ২৪২৮০) করে। তিনি দিনাজপুর ৭ নং সেক্টরে যুদ্ব করেন। পাকিস্তানি হানাদারদের পরাজিত করে স্বাধীনতার লাল সবুজের পতাকা হাতে নিয়ে মায়ের কোলে ফিরে আসেন সোলাইমান । সংসারের অভাব অনটন থাকায় কাজের সন্ধানে নিজ জেলা শহর দিনাজপুরে আসেন।
সেখান থেকে জীবিকার সন্ধানে বর্তমান ঠাকুরগায়ের রাণীশংকৈল শাখা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ছোট একটি পদে চাকুরীতে যোগদান করেন। চাকুরীর অল্প আয়ে পরিবারের ব্যয় ভার বহন কষ্টসাধ্য হয়ে উঠে। অনেক কষ্টের মাঝে তিল তিল করে ছেলে মেয়েদের গড়ে তোলার চেষ্টা করেন। সংসারে অনটন থাকায় পরবর্তীতে যোগাযোগের ও সময়ের অভাবে যুদ্বকালীন সাথীদের সাথে সেভাবে যোগাযোগ রাখতে পারেননি। বর্তমানে চাকুরী শেষ করে অবসরে রয়েছেন। চাকরী চলাকালীনে অনেকবার মুক্তিযোদ্বা মন্ত্রনালয় থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোন লাভ করতে পারেন নি। বর্তমান সরকারের দেওয়া মুক্তিযোদ্বা সার্টিফিকেট নেওয়ার জন্য তাকে বিভিন্ন দপ্তরে দপ্তরে ধরনা দিতে হচ্ছে । অন্যদিকে সহযোদ্বারা সার্টিফিকেট পেয়েছে।
তিনি দেশের প্রধানমন্ত্রী, মুক্তিযোদ্বা বিষয়ক মন্ত্রী বাংলাদেশ মুক্তিযোদ্বা কাউন্সিলের নিকট জোর আকুতি জানিয়েছেন শেষ বয়সে তাকে যেন মুক্তিযোদ্বা সন্মানটুকু দেওয়া হয়। এতেই তিনি মরেও শান্তি পাবেন। মুক্তিযোদ্বা সোলাইমান আলীর নিকট তৎকালীন প্রশিক্ষন প্রাপ্ত সার্টিফিকেটের মূল কপি রয়েছে বলে তিনি জানান।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি