৪৫ কিলোমিটার দূরত্ব কমছে ঢাকা-সিলেট রুটে

প্রকাশিত: ৬:২১ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৫

৪৫ কিলোমিটার দূরত্ব কমছে ঢাকা-সিলেট রুটে

no-image2

সুরমা মেইলঃ সিলেট-হবিগঞ্জ-লাখাই ও সরাইল-নাছিরনগর-ঢাকা আঞ্চলিক বিকল্প মহাসড়কের বলভদ্রনদীর উপর ব্রিজ নির্মাণ কাজ শেষ। ৮ অক্টোবর সকাল ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ব্রিজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাধ্যমে বাস্তবায়ন হবে হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মো. আবু জাহিরের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি। এতে ঢাকার সঙ্গে হবিগঞ্জ তথা বৃহত্তর সিলেটের দূরত্ব কমবে ৪৫ কিলোমিটার। সময় সাশ্রয় হবে প্রায় ১ ঘণ্টা। তার সাথে কমবে যাত্রী ভোগান্তি ও যানজট। পাশাপাশি কিশোরগঞ্জ, সরাইল, নাছিরনগর এলাকার লোকজনও এ সড়কটি ব্যবহার করতে পারবে।

গত জাতীয় নির্বাচনের পূর্বে হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার মহাজোট প্রার্থী অ্যাডভোকেট মো. আবু জাহিরের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল আওয়ামী লীগ ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্বপ্রতিশ্রুত হবিগঞ্জ-লাখাই সরাইল-নাছিরনগর সড়ক ব্রিজসহ নির্মাণ করে হবিগঞ্জ তথা সিলেট বিভাগের একটি বিকল্প মহাসড়ক প্রতিষ্ঠা করা হবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এই সড়কে ২০০ কোটি টাকার প্রকল্প গ্রহণ করে। এরই মধ্যে এ প্রকল্পের হবিগঞ্জ-লাখাই অংশ এবং নাছিরনগর অংশের সড়ক ও ব্রিজের কাজ সম্পন্ন হয়েছে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com