৪ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সহকারী শিক্ষিকা

প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৪

৪ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত সহকারী শিক্ষিকা

নবীগঞ্জ প্রতিনিধি :
দীর্ঘ চার বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের এক সরকারী সহকারী শিক্ষিকা। তিনি কোনো অনুমতি না নিয়ে ইতালিতে অবস্থান করছেন। ফলে বিঘ্ন ঘটছে ওই বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ।

 

জানা যায়- নবীগঞ্জ উপজেলার উজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হাফিজা পারভীন সাথী ২০২০ সালের ২৪ জুলাই থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে না আসার কারনে ক্লাসে শিক্ষার্থীদের পাঠদানে বিঘ্ন ঘটছে। তিনি উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা প্রধান শিক্ষিকাকে কোন কিছু না জানিয়ে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

 

পরে খোঁজ নিয়ে জানা যায়- তিনি তার স্বামীর সাথে ২০২০ সালেই ইতালি চলে গেছেন। সেখানে তিনি নাগরিকত্ব নিয়েছেন।

 

উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা হেনা বেগম চৌধুরী বলেন, আমার স্কুলের সহকারী শিক্ষিকা সাথী দীর্ঘদিন ধরে অনুপস্থিত থাকার কারনে ক্লাসে পাঠদানে জটিলতা সৃষ্টি হয়েছে। শিগরিই উক্ত পদে একজন শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করেছি।

 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রোমান মিয়া বলেন, উক্ত পদের জন্য শুণ্য ঘোষণা করার জন্য হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসারের নিকট প্রস্তাব পাঠানো হয়েছে। আমাদের কাছে তিনি কোন লিখিত কোন ছুটির জন্য আবেদন করেননি। তাই বিধি অনুয়ায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

(সুরমামেইল/এমএএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com