সিলেট ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬
নিজস্ব প্রতিবেদক :: সাড়াদেশজুড়ে চলছে হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি। তাই পূজা উদযাপনের লক্ষ্যে প্রতিমা তৈরিতে শিল্পীরা পার করছে তাঁদের ব্যস্ত সময় ।
এদিকে মৌলভীবাজারের ত্রিনয়নী শিববাড়ি পূজা পরিচালনা পরিষদের প্রস্তুতি এবার একটু ভিন্ন রকমের। তাদের পূজা মণ্ডপের দুর্গার প্রতিমা ৫০ ফুট দীর্ঘ এবং দুর্গা মূর্তি তৈরি হচ্ছে সিমেন্ট দিয়ে।
মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকার ফরেস্ট কার্যালয় সড়কে এ প্রতিমা তৈরির কাজ চলছে। ত্রিনয়নী শিববাড়ি শারদীয় দুর্গাপূজা পরিচালনা পরিষদ এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। রোববার ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় পূজা পরিচালনা পরিষদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।
এতে বলা হয়, প্রতিবছর তাঁরা শতাধিক দেব-দেবীর মূর্তি নিয়ে মহামায়া দুর্গাপূজার মণ্ডপ বানান। সেই ধারাবাহিকতায় এবারও তারা ভিন্ন আঙ্গিকে দুর্গাপূজা উদযাপন করবে। তাদের দুর্গার প্রতিমার উচ্চতা হবে ৫০ ফুট। প্রতিটি মূর্তি সিমেন্ট দিয়ে গড়া হচ্ছে। সিমেন্টের তৈরি হওয়ায় প্রতিমার ওপর কোনো ছাদ থাকবে না। এটি রোদ-বৃষ্টিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
আয়োজকরা বলেন, বিশাল উচ্চতার এই প্রতিমা নির্মাণের কাজ এখনো চলছে। শ্রমিকেরা এখন প্রতিমার অবকাঠামো গড়ে তুলছেন। কয়েক মাস ধরে চার-পাঁচজন শ্রমিক এ প্রতিমা নির্মাণের কাজ করছেন। এতে প্রায় ১৫ লাখ টাকা ব্যয় হবে।
দুর্গাপূজা পরিচালনা পর্ষদের সভাপতি শ্রীকান্ত সূত্রধর দাবি করে বলেন, সিলেট বিভাগের মধ্যে তাঁদের দুর্গা প্রতিমা সবচেয়ে উঁচু হবে। তবে দেশের আর কোথাও এত উঁচু প্রতিমা নির্মাণ করা হচ্ছে কিনা এমন সংবাদ তার কাছে নেই।
দুর্গাপূজা উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পরিচালনা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় পাল, রনি করসহ অন্যান্য সদস্য।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি