৫ এপ্রিল আত্মসমর্পণ করবেন খালেদা

প্রকাশিত: ৫:৫৯ অপরাহ্ণ, এপ্রিল ৩, ২০১৬

৫ এপ্রিল আত্মসমর্পণ করবেন খালেদা

index

সুরমা মেইল নিউজ : যাত্রাবাড়ী থানার বিশেষ ক্ষমতা আইনের মামলায় আগামী মঙ্গলবার (৫ এপিল) ঢাকা মহানগর দায়রা জজ (সিএমএম) আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার দুপুরে খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের কাছে বিষয়টি জানিয়েছেন। এর আগে গত ৩০ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ওই দিন বিকেলে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে বিএনপির চেয়ারপারসনসহ ২৮ জনের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা যায়, যাত্রাবাড়ী এলাকায় বাসে পেট্রলবোমা মেরে যাত্রী হত্যার মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে ৩০ মার্চ অভিযোগপত্র গ্রহণ করেন বিচারক। এ সময় মামলার ২৮ আসামিকে পলাতক উল্লেখ করে তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র গ্রহণের ব্যাপারে আদেশের জন্য দিন নির্ধারণ করেছিলেন আদালত।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com