৬টি সৃজনশীল পরীক্ষা চাই, মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

৬টি সৃজনশীল পরীক্ষা চাই, মৌলভীবাজারে শিক্ষার্থীদের বিক্ষোভ

moulovi-bg20160928141351নিজস্ব সংবাদদাতা :: ‘৬টির বেশি হলে, যাবো না পরীক্ষার হলে’, ‘আমাদের দাবি একটাই, ৬টি সৃজনশীল পরীক্ষা চাই’-এ স্লোগান নিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার সরকারি কলেজের একাদশ শ্রেণির সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার দুপুর ১২টায় মৌলভীবাজার সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের চৌমুহনা পয়েন্টে শেষ হয়।

২০১৭ সাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৬টির পরিবর্তে ৭টি করে সৃজনশীল প্রশ্নের মাধ্যমে পরীক্ষা নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

মিছিল শেষে কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে চৌমুহনা পয়েন্টে সমাবেশ কর্মসূচি শুরু করে শিক্ষার্থীরা। এসময় শহরের সেন্ট্রাল রোড, কোর্ট রোড, শমসেরনগর রোড ও কুলাউড়া রোডে যান চলাচলে বিঘ্ন ঘটে।

সিদ্ধান্ত প্রত্যাহার না করলে আরো কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে বলে হঁশিয়ারি উচ্চারণ করেন শিক্ষার্থীরা।

অযৌক্তিক সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেয় একাদশ শ্রেণির ছাত্র এইচ এম এবাদ, প্রকাশ ভৌমিক, বিশাল দেব ও এমাদ আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com