৬ পয়েন্ট এগিয়ে হিলারি

প্রকাশিত: ৪:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬

৬ পয়েন্ট এগিয়ে হিলারি

imagesআন্তর্জাতিক ডেস্ক :: যু্‌ক্তরাষ্ট্রজুড়ে ডনাল্ড ট্রাম্পের থেকে ৬ পয়েন্ট এগিয়ে আছেন হিলারি ক্লিনটন। এনবিসি’র সাম্প্রতিক এক জরিপে এই চিত্র উঠে এসেছে। এতে হিলারির পয়েন্ট ৪৬ ও ট্রাম্পের ৪০। অন্যান্য জরিপগুলোতেও একই রকম ফল দেখা যাচ্ছে। সিএনএন/ওআরসি’র জরিপে ডেমোক্রেটিক প্রার্থী হিলারি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর থেকে ৫ পয়েন্ট এগিয়ে আছেন (৪৭-৪২)। সিবিএস-এর জরিপে হিলারি ৪৫-৪১ ব্যবধানে এগিয়ে আছেন। বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় সব থেকে বাজে সপ্তাহ কাটালেন ট্রাম্প। প্রথম প্রেসিডেন্সিয়াল বিতর্কে ট্রাম্পের দুর্বল নৈপুণ্য এবং সপ্তাহের বাকি দিনগুলোতে সাবেক এক বিশ্বসুন্দরীকে নিয়ে অপ্রয়োজনীয় বিতর্কে জড়িয়ে পড়া জনসাধারণের মধ্যে প্রভাব ফেলেছে বলে জরিপে ইঙ্গিত মিলছে। অনেক রাজনৈতিক পর্যবেক্ষক মনে করছেন, নির্বাচনের মাত্র এক মাস হাতে রেখে সাবেক বিশ্বসুন্দরীকে নিয়ে অযথাই সময় অপচয় করেছেন ট্রাম্প।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com