সিলেট ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬
বিনোদন ডেস্ক : জনপ্রিয় নায়ক রাজ রাজ্জাক। জীবনের হীরক আলোয় উদ্ভাসিত হলেন তিনি। চলচ্চিত্রের এ কিংবদন্তী ৭৫তম জন্মদিন স্পর্শ করলেন। ১৯৪২ সালে রাজ্জাক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন।
শিশু-কিশোরদের নিয়ে লেখা নাটক ‘বিদ্রোহী’তে গ্রামীণ কিশোর চরিত্রে অভিনয়ের মধ্য দিয়েই নায়ক রাজের অভিনয়ে প্রবেশ। সেই যে অভিনয়ের সঙ্গে বাঁধা পড়ল জীবন তা আজ ফুলে-ফলে শোভিত পূর্ণ বৃক্ষ।
টালিগঞ্জের মোল্লাবাড়ির আকবর হোসেন ও মিনারুন্নেসার ছোট ছেলে আবদুর রাজ্জাক মাত্র ১৯ বছর বয়সে ১৯৬২ সালে বিয়ে করেন খায়রুন্নেসাকে। ভালোবেসে যাকে তিনি ৫৩ বছর ধরে ডেকে আসছেন লক্ষ্মী নামে। তার সাফল্যের লক্ষ্মী।
নায়করাজ প্রতিবছর স্ত্রী সন্তানদের নিয়ে গুলশানের নিজ বাসভবন ‘লক্ষক্ষ্মীকুঞ্জে’ ঘরোয়াভাবে জন্মদিন পালন করে থাকেন।
জন্মদিন বিষয়ে রাজ্জাক বলেন, গত কয়েকটা বছর আমার জন্মদিনে তেমন কোনো আয়োজন পরিবার থেকেই করা হয়নি। কারণ আমার শরীর ভালো ছিল না। কিন্তু আল্লাহর রহমতে এখন আমার শরীর বেশ ভালো। তাই আমি নিজেও আমার ৭৫তম জন্মদিনের বিশেষ উদ্যোগের সঙ্গে নিজেকে যুক্ত করেছি। এর মধ্যে চ্যানেল আই আমাকে নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান প্রচার করছে। এটা আমার জন্য অন্য রকম একটা পাওয়া। পাশাপাশি তরুণ সঙ্গীতশিল্পী বাপ্পা মজুমদার আমায় নিয়ে একটি গানের সুর ও সঙ্গীত করেছে। কুমার বিশ্বজিৎ, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার ও আঁখি আলমগীর গানটি বেশ দরদ দিয়ে গেয়েছে। গানটি যখন আমি প্রথম শুনি, তখন আমার চোখ দিয়ে পানি ঝরেছে। এ দেশের মানুষ আমায় এত ভালোবাসেন, তা গানে গানে বলে দিয়েছে তারা।
তার পরিবারের পক্ষ থেকে দিনটি বিশেষভাবে উদযাপন করা হচ্ছে। এছাড়া তার জন্মদিন উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। শনিবার এফডিসিতে এক অনুষ্ঠানের আয়োজন করেছে সংগঠনটি। এতে চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, শিল্পী আর কলাকুশলীরা উপস্থিত থাকবেন।
উপদেষ্টা খালেদুল ইসলাম কোহিনুর
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি