৭৫ বছর পূর্তি উপলক্ষে আসবেন প্রধানমন্ত্রী সাজছে মদনমোহন

প্রকাশিত: ৫:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬

৭৫ বছর পূর্তি উপলক্ষে আসবেন প্রধানমন্ত্রী সাজছে মদনমোহন

Manual1 Ad Code

ZZZ

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : মদনমোহন কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত প্লাটিনাম জুবিলি উৎসবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন। তাই পুরো ক্যাম্পাস জুড়ে সাজ সাজ রব। সিলেটের ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী সবাই দারুণ ব্যস্ত। বিরামহীন প্রস্তুতি কাজও এগিয়ে চলেছে।

Manual4 Ad Code

প্রধানমন্ত্রী আসবেন ২১ জানুয়ারি। এ উপলক্ষে ক্যাম্পাস সাজানো হচ্ছে মনোরমভাবে। প্রধান ফটকে শোভা পাচ্ছে বিশালাকার ব্যানার। পাশে রঙিন পোস্টার। সবকটি ভবনকে রাঙানো হয়েছে নতুন রঙে। ফুলের টব দিয়ে সাজানো হয়েছে বারান্দা। এখন চলছে প্যান্ডেল তৈরির কাজ। পুরো মাঠ জুড়েই প্যান্ডেল তৈরি হচ্ছে।
উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শিক্ষকদের নিয়ে প্রায় ২০টি উপ পরিষদ গঠন করা হয়েছে। কাজ করছেন রোভার স্কাউট ও বিএনসিসিরা । আর অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রায় ৬০০ প্রাক্তন শিক্ষার্থী নাম নিবন্ধন করেছেন।
প্রধানমন্ত্রীর সার্বিক নিরাপত্তা ও অনুষ্ঠান সুন্দরভাবে সম্পন্ন করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিয়মিত যোগাযোগ রাখছেন অধ্যক্ষের সাথে। খোঁজখবর নিচ্ছে, প্রস্তুতি কতদূর এগুলো। তবে কাজের অগ্রগতিতে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code