৭ জানুয়ারি সোহরাওয়ার্দীতে সমাবেশের ঘোষণা বিএনপির

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ২৮, ২০১৬

সুরমা মেইল ডেস্ক :: দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে বিএনপি।

এ বছর দিবসটি উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি। আগামী ৭ জানুয়ারি এ সমাবেশ করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

বুধবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচি সম্পর্কে বিএনপির এই নেতা বলেন, ওই দিন সারা বাংলাদেশের জেলা, মহানগরে কালো পতাকা মিছিল করবে দলের নেতাকর্মীরা এবং বুকে কালো ব্যাজ ধারণ করবে। ঢাকায় এ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হবে সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৭ জানুয়ারি।

সংবাদ সম্মেলনে আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভকে কেন্দ্র করে আটক বিএনপির নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী। একই সঙ্গে পোশাক কারখানার মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com