৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আল্লামা ফুলতলী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল আজ

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

৮ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আল্লামা ফুলতলী (রহ.)-এর ঈসালে সাওয়াব মাহফিল আজ
Fultali-sab

আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব

সুরমা মেইল নিউজ : আল্লামা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলী ছাহেব কিবলাহ ( রহ: )-এর ৮ম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার ইসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। জকিগঞ্জের ফুলতলী গ্রামে ছাহেব বাড়ি সংলগ্ন বালাই হাওরেই হবে এ মাহফিল। সকাল ১০টায় আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ ( রহ: )-এর মাজার যিয়ারতের মাধ্যমে শুরু হবে দিনের কার্যক্রম। এরপর খতমে কুরআন ও দু‘আর মাধ্যমে শুরু হবে মূল অনুষ্ঠান।

বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে খতমে বুখারী, খতমে খাজেগান, দালাইলুল খায়রাত শরীফের খতম, যিকর মাহফিল, বিষয়ভিত্তিক বয়ান ও স্মৃতিচারণমূলক আলোচনা। মাহফিলে তা’লীম-তরবিয়ত প্রদান করবেন আল্লামা ফুলতলীর জৈষ্ঠ সন্তান আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত পীর-মাশায়িখ, আলিম-উলামা, ইসলামী শিাবিদ, চিন্তাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com