৮০০ সন্তানের বাবা হয়েছেন বলে দাবি: সাইমন ওয়াটসন

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৬

৮০০ সন্তানের বাবা হয়েছেন বলে দাবি: সাইমন ওয়াটসন

Saymon

সুরমা মেইল. আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের বাসিন্দা সাইমন ওয়াটসন ৪১ বছর বয়সে ৮০০ সন্তানের বাবা হয়েছেন বলে দাবি করেছেন। তিনি একজন পেশাদার শুক্রানুদাতা। ১৬ বছর ধরে ওয়াটসন শুক্রাণু দিয়ে আসছেন। তবে এই কাজের জন্য তার কোনো লাইসেন্স নেই।
ওয়াটসনের ভাষ্য, এ পর্যন্ত তিনি অন্তত ৮০০ সন্তানের বাবা হয়েছেন। এভাবে যত বেশি সম্ভব তিনি সন্তানের বাবা হতে চান, যাতে তার রেকর্ড আর কেউ ভাঙ্গতে না পারে।
প্রতি তিনমাস পরপর নিজের সুস্থতার বিষয়ে তাকে পরীক্ষা করাতে হয়। সেই রিপোর্ট তিনি ইন্টারনেট এবং সামাজিক মাধ্যমে তুলে দেন, যাতে তার ক্লায়েন্ট তথ্য সংগ্রহ করতে পারেন।
তার বেশিরভাগ ক্লায়েন্ট ইন্টারনেটের মাধ্যমে আসে বলে তিনি জানান। শুক্রাণু দেয়ার জন্য ৫০ পাউন্ড করে সার্ভিস চার্জ নেন সাইমন ওয়াটসন।
নারীরা তার কাছ থেকে শুক্রাণু সংগ্রহ করে বেসরকারি ক্লিনিকে সন্তান জন্ম দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন। যুক্তরাজ্যে কৃত্রিম গর্ভধারণের বিষয়টি কড়াকড়ি ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এ কারণে অনেকে এই প্রক্রিয়ার দারস্থ হন।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com