জগন্নাথপুর উপজেলা পরিষদে উপনির্বাচন আজ

প্রকাশিত: ২:৩০ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩

জগন্নাথপুর উপজেলা পরিষদে উপনির্বাচন আজ

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন আজ (বৃহস্পতিবার)।

নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে ভোট গ্রহণে নির্বাচনী সকল সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে।

ইভিএম পদ্ধতিতে আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন- আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙল), জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালী সিতু (খেজুরগাছ), স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ (আনারস) ও সৈয়দ তালহা আলম (কাপ-পিরিচ)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, ৯ ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে ৮৯টি কেন্দ্রের মাধ্যমে মোট ১০ লাখ ৬২ হাজার ৭৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এর মধ্যে ৫ লাখ ৩৭ হাজার ২৮৯ জন পুরুষ এবং ৫ লাখ ২৫ হাজার ৪৪৬ জন মহিলা ভোটার রয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকসহ বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এমএসএম)


 

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com