মাদক ব্যবসা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষজনকে এগিয়ে আসতে হবে

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২২

মাদক ব্যবসা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষজনকে এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক :
মাদক ব্যবসায়ী, তাদের আশ্রয় প্রশ্রয় দাতাদের ব্যাপারে সঠিক তথ্য দিয়ে পুলিশ ও আইনশৃংখলা বাহিনীকে সহযোগিতা করলে মাদক ব্যবসায়ীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে। এজন্য পুলিশ ও আইনশৃংখলা বাহিনীর পাশাপাশী মাদক ব্যবসা প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষজনকে এগিয়ে আসতে হবে।

 

বুধবার (২১ সেপ্টেম্বর) বিকেলে সুনামগঞ্জের তাহিরপুর থানায় ‘ওপেন হাউস ডে’র আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. সুমন মিয়া উপস্থিত মানুষজেনের প্রতি এ আহবান জানান।

 

থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেনের সভাপতিত্বে থানা প্রাঙ্গনে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) মো. রায়হান কবির।

 

থানার এসআই মো. নাজমুল হকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হোসেন খান, ইউপি চেয়ারম্যান হাজি ইউনুছ আলী, সাবেক ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠানে থানার বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মো. জাহাঙ্গীর হোসাইন, টেকেরঘাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসআই মো. খায়রুল আলম, থানার এসআই হেলাল উদ্দিন, আবু বকর সিদ্দিক, শাহাদাত হোসেন, থানার সকল এসআই, এএসআই, পুলিশ কনষ্টেবলগণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্ধ, সুশীল সমাজের প্রতিনিধি, সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্ধসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন প্রমুখ উপস্থিত ছিলেন।


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com