শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০২৪

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল ঈদুল ফিতর

নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশের আকাশে বুধবার (১০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। পবিত্র ঈদুল ফিতর আগামীকাল বৃহস্পতিবার (১১ এপ্রিল) উদযাপন হবে।

 

মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় এবার ৩০ রমজান পূর্ণ হয়েছে। সেই হিসেবে বৃহস্পতিবার ঈদ হচ্ছে তা আগেই জানা ছিল।

 

ঈদের জামাত…

সিলেট শাহী ঈদগাহ:
সিলেটে এবারের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। শাহী ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু হুরায়রা। নামাজের পূর্বে বয়ান পেশ করবেন একই মসজিদের খতিব মাওলানা মোস্তাক আহমদ খান।

হযরত শাহজালাল (রহ.) দরগা জামে মসজিদ:
হযরত শাহজালাল (র.) দরগা জামে মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

হযরত শাহপরাণ (রহ.) দরগা জামে মসজিদ:
হযরত শাহপরাণ (র.) দরগা জামে মসজিদে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

সিলেট সরকারি আলীয়া মাদ্রসা মাঠ:
ঐতিহ্যবাহী সিলেট সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের জামায়াত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে নারীদের অংশগ্রহণের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ:
হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় পৃথক ৩টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

কালেক্টরেট জামে মসজিদ:
নগরীর বন্দর বাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

জজ কোর্ট জামে মসজিদ:
জজ কোটর্ জামে মসজিদ সিলেটে একমাত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

কালীঘাট নবাবী জামে মসজিদ:
নগরীর কালীঘাট নবাবী জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সিলেট রেজিস্ট্রারী মাঠ:
সিলেট রেজিস্ট্রারী মাঠে পবিত্র ঈদুল ফিতরের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌনে আটটায়।

সিলাম শাহী ঈদগাহ:
দক্ষিণ সুরমার ঐতিহাসিক সিলাম শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। দু’টি জামাতে যথাসময়ে শরিক হতে সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

খোজারখলা মারকাজ মসজিদ:
নগরীর খোজারখলা মারকাজ মসজিদে ঈদের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

খাসদবীর মাদ্রাসা :
জামেয়া মদিনাতুল উলুম খাসদবীর মাদ্রাসায় দুটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায় দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায়।

লাউয়াই-পিরোজপুর শাহী ঈদগাহ:
লাউয়াই-পিরোজপুর শাহী ঈদগাহ মাঠে পবিত্র ঈদ-উল ফিতর এর দু’টি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় এবং দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল পৌণে নয়টায়।

আখালিয়া নবাবী জামে মসজিদ:
আখালিয়া নবাবী জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

টুকের বাজার শাহী ঈদগাহ:
টুকের বাজার শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

জনমঙ্গল শাহী ঈদগাহ :
বিশ্বনাথের রশিদপুরস্থ জনমঙ্গল শাহী ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের একমাত্র জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com