শাবিপ্রবিতে উপাচার্যবিরোধী শিক্ষকদের প্রতীকি অনশন

প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০১৬

শাবিপ্রবিতে উপাচার্যবিরোধী শিক্ষকদের প্রতীকি অনশন

69486

শাবি প্রতিনিধি :: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবীতে আন্দোলনরত শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার এক বছর পূর্তিতে প্রতীকি অনশন করেছে উপাচার্যবিরোধী শিক্ষকরা।

মঙ্গলবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত উপাচার্য ভবনের সামনে অবস্থান প্রতীকি কর্মসূচী পালন করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ। এ সময় শিক্ষকরা কালো ব্যাচ ধারন করেন।

এসময় উপস্থিত ছিলেন মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দের আহবায়ক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অধ্যাপক ইয়াসমিন হক, অধ্যাপক আব্দুল আওয়াল বিশ্বাস, অধ্যাপক মো ইউনুছ, সহযোগী অধ্যাপক ফারুক উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩০ আগস্ট শাবিপ্রবিতে উপাচার্য ড. আমিনুল হক ভূইয়া বিরোধী আন্দোলন চলাকালে আন্দোলনকারী শিক্ষকদের উপর ছাত্রলীগের হামলার অভিযোগ আনা হয়। এ ঘটনায় অধ্যাপক ড. ইয়াসমিন হক, অধ্যাপক ড. ইউনুছসহ বেশ কয়েকজন শিক্ষক লাঞ্জিত হন বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। পরে ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বেশ কয়েকজন ছাত্রলীগকর্মীকে বহিষ্কার করে।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com