সিলেট ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৫
সুরমা মেইলঃ শাহরুখ খান পাকিস্তান সফরের আমন্ত্রণ পেয়েছেন। তবে এ আমন্ত্রণ পাকিস্তানের কোনও ফ্যান বা বিশিষ্ট ব্যক্তির কাছ থেকে আসেনি। এসেছে সহকর্মী ফাওয়াদ খানের পক্ষ থেকে। সম্প্রতি অসহিষ্ণু ইস্যুতে নিয়ে মুখ খোলায় রাজনৈতিক মহলের নিশানায় রয়েছেন শাহরুখ। এমন পরিস্থিতিতে পাকিস্তানে শাহরুখকে কয়েকদিন কাটিয়ে আসতে নিজের বাড়িতে নিমন্ত্রণ করেন ফাওয়াদ।
সম্প্রতি এক অনুষ্ঠানে ফওয়াদ বলেন, প্রত্যেক মানুষেরই একটা শিকড়ের টান থাকে। আমি শুনেছি, শাহরুখের পরিবার এক সময় পেশোয়ারে থাকতেন। তাই আমি শাহরুখকে ওখানে বেরিয়ে যেতে আমন্ত্রণ জানাচ্ছি। শাহরুখ আমার খুবই ভাল বন্ধু। ওর জন্য এটুকু করতে পারলে ভালই লাগবে।
Design and developed by ওয়েব হোম বিডি