বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০১৬

বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে: প্রধানমন্ত্রী
sheikha-hasina-pm

ফাইল ফটো

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে স্বাধীন জাতি হিসেবে যেমন আমরা মর্যাদা পেয়েছি, তেমনি আমাদের বাংলা ভাষাও আন্তর্জাতিক মাতৃভাষার মর্যাদা পেয়েছে।

আজ সোমবার বিকালে বাংলা একাডেমিতে অমর একুশে বইমেলা-২০১৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন,  সারা বছর আমরা বইমেলার জন্য অপেক্ষায় থাকি কবে বইমেলা শুরু হবে। যারা এই বইমেলার ব্যবস্থা করেছেন তারা আমাদের ভাষা শহীদ। তাদের প্রতি কৃতজ্ঞতা। বিএনপির আমলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট এর নির্মাণ কাজ বন্ধ ছিল। আমরা ক্ষমতায় আসার পর ফের এই ইনস্টিটিউট নির্মাণ কাজ শেষ করি। আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর গ্রেড টু-তে উন্নীত হয়েছে। এটি এই সরকারের অবদান।

প্রধানমন্ত্রী বলেন, ভাষার চর্চা করতে বাংলা একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। খুব শিগগিরই বিষাদ সিন্ধুর ইংরেজি অনুবাদ হবে বলে জানান তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হব। আর ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com