শাকিব অসুস্থ হওয়ায় শুটিং স্থগিত

প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৫

শাকিব অসুস্থ হওয়ায় শুটিং স্থগিত

Manual1 Ad Code
shakib_khan1436533738

শাকিব খান

 

সুরমা মেইল. বিনোদন ডেস্ক : শুটিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নায়ক শাকিব খান। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে গাজীপুরে ‘পুত্র’  চলচ্চিত্রের শুটিংয়ের সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে শুটিং স্থগিত করে শাকিব ঢাকায় চলে আসেন।

Manual2 Ad Code

ছবির পরিচালক সাইফুল ইসলাম মান্নু জানান, আজ সকাল থেকেই ছবির শুটিং চলছিলো। বিকালে শাকিব খান হঠাৎ অসুস্থ হওয়ায় শুটিং স্থগিত করা হয়।

Manual6 Ad Code

‘পুত্র’ ছবিটিতে নায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন জয়া আহসান। এতে আরো অভিনয় করেছেন শিশুশিল্পী লাজিম, ফেরদৌস, শেওতি, লায়লা হাসান, সাবেরী আলম, আহসান হাবীব নাসীম, শর্মী মালা, করভী মিজান প্রমুখ।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code