প্রধানমন্ত্রী আমাকে সম্মানীত করেছেন: এরশাদ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০১৬

প্রধানমন্ত্রী আমাকে সম্মানীত করেছেন: এরশাদ

Manual3 Ad Code

ershad

Manual5 Ad Code

সুরমা মেইল নিউজ : প্রধানমন্ত্রী চাইলে জাতীয় পার্টি মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। অাজ শনিবার দুপুরে বনানী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে সম্মানীত করেছেন। এখন হুট করে আলোচনা ছাড়া পদ ছেড়ে দিতে পারি না। আমরা আশা করি দলের স্বার্থে প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন। জাতীয় পার্টির রাজনীতি পরিষ্কার করা দরকার। একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলে একতা জরুরি। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে জাতীয় পার্টির এমপিরা সরকারের প্রশংসা করার প্রসঙ্গ টেনে বলেন, এমপিরা সরকারের যেভাবে প্রশংসা করেছেন এতে সরকারই লজ্জা পেয়েছে। তিনি বলেন, জিএম কাদেরকে জনগণের কাছে পাঠিয়েছি। জনগণ আমার চেয়ে তাকে বেশি গ্রহণ করেছে।

সভায় জিএম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার, আবু হোসেন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code