সিলেট থেকে মিয়ানমার অভিমুখে লংমার্চ আজ

প্রকাশিত: ১:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০১৬

সিলেট থেকে মিয়ানমার অভিমুখে লংমার্চ আজ

Manual8 Ad Code


সুরমা মেইল ডটকম ::
 সকাল ১০টায় নগরীর শিশু পার্কের সামনে থেকে ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে গাড়িবহর মিয়ানমার অভিমুখে রওনা হবে।

Manual7 Ad Code

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির চরমোনাই পীরের নেতৃত্বে মিয়ানমার অভিমুখে লংমার্চে যোগ দেবেন সিলেটের নেতারা।

Manual6 Ad Code

এই লংমার্চে যোগ দিতে ইসলামী আন্দোলন ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় শীতের পোশাক, শুকনা খাবার, ব্যানার, পতাকা সঙ্গে নিতে হবে। এছাড়া সব গাড়ির চালক ও জিম্মাদারদের নাম-ঠিকানাসহ লংমার্চে অংশগ্রহণকারী এবং গাড়ির সংখ্যা সম্পর্কে লংমার্চে রওনা দেয়ার আগেই ইসলামী আন্দোলন সিলেট জেলা ও মহানগর সেক্রেটারিকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ইসলামী আন্দোলন সিলেট মহানগর সেক্রেটারি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ।

তিনি বলেন, মিয়ানমারের বৌদ্ধ ধর্মাবলম্বী সরকার রোহিঙ্গা মুসলমানদের গণহারে হত্যা শুরু করেছে। পৈশাচিক উš§ত্ততায় অসংখ্য নিষ্পাপ শিশুসহ নারী-পুরুষদের হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে। প্রামের পর গ্রাম জ্বালিয়ে দেয়া হচ্ছে। অথচ সব আন্তর্জাতিক সংস্থাসহ প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ বরাবরের মতো নিশ্চুপ। তাই চরমোনাই পীরের নেতৃত্বে আজ সিলেট থেকে লংমার্চ শুরু হবে। বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code