কাঁশির ওষুধে নেশা: প্রাণ গেলো তিন যুবকের

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৬

কাঁশির ওষুধে নেশা: প্রাণ গেলো তিন যুবকের

Manual8 Ad Code

image-5529সুরমা মেইল ডেস্ক :: কাঁশির সিরাপের সঙ্গে ঘুমের ওষুধ খেয়ে তিন যুবকের মৃত্যৃ হয়েছে। আহত হয়েছে আরও তিন জন। রংপুরের মাহিগঞ্জ বড়দরগা এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

নিহতরা হলেন, আনোয়ার (৩২), কালাম (২৮) ও শাজাহান (৩০)।

Manual5 Ad Code

নিহত আনোয়ার ও কামালের বাড়ি রংপুরের মহিষওয়ালার মোড়ে। আর শাজাহানের বাড়ি জেলার পীরগাছায়।

পুলিশ বলছে, নেশার জন্য কাঁশির সিরাপের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।

Manual4 Ad Code

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার রাতে ওই এলাকার কমল নামের এক ব্যক্তির ওষুধের দোকানে বসে পাঁচ থেকে ছয়জন যুবক কাঁশির সিরাপের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে পান করে। এতে তারা সবাই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের  উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার গতকাল রাতেই দুই জন মারা যায়। আজ সোমবার সকালে আরও একজনের মৃত্যু হয়।

ঘটনার পর থেকেই দোকান মালিক কমল পলাতক রয়েছে। আজ সকালে তার দোকানে অভিযান চালানো হয়েছে। তবে তার দোকানে অবৈধ কোনো ওষুধ পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

Manual5 Ad Code

রংপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম ঢাকাটাইমসকে বলেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ওই যুবকরা কাঁশির ওষুধের সঙ্গে ঘুমের ওষুধ খায়। এতে অসুস্থ হয়ে তিনজন মারা গেছে এবং আহত তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছে।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম সাইফ ঢাকাটাইমসকে জানান, এ ঘটনায় তদন্ত করা হচ্ছে এবং মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code