দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৫

দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার
LAS
সুরমা মেইলঃ আজ রবিবার সকালে কলাবাগান ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে  দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়।
রাজধানীর পৃথক স্থান থেকে আফসানা আক্তার বাবলি (২০)  এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং মিলন মিয়া (১৮) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, আফসানা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ধানমন্ডি শাখায় সফটওয়্যার ইনঞ্জিনিয়ারিংয়ে পড়তেন।  শনিবার রাতে আফসানার কোনো সাড়া-শব্দ না পেয়ে ওই বাসার মালিককে খবর দেন। বাসার মালিক বিষয়টি কলাবাগান থানা-পুলিশকে জানালে এসআই তবির উদ্দিন রুমের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে শাড়ি দিয়ে প্যাঁচানো আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করে।এসআই তবির উদ্দিন জানান, ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর আত্মহত্যা কারণ জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।এদিকে, তেজগাঁও পলিটেকনিকের ছাত্র মিলন মিয়া তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার একটি বাসায় কয়েকজনের সঙ্গে থাকতেন। সকালে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে বলে জানান তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মনিরুজ্জামান।

প্রেমঘটিত কারণে মিলন আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com