স্মার্টফোন ধোয়া যাবে সাবানজলে!

প্রকাশিত: ১:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০১৫

স্মার্টফোন ধোয়া যাবে সাবানজলে!

phn

সুরমা মেইলঃ এতদিন বাজারে যে যে স্মার্টফোন আপনি দেখেছেন বা কিনেছেন, তা বড়জোর পানিতে নষ্ট হবে না বা ধুলো লেগেও নোংরা হবে না-মার্কা ফিচারসে সমৃদ্ধ। পোশাকি ভাষায় যাকে বলে ওয়াটার-রেসিসটেন্স বা ডাস্ট-প্রুফ। কিন্তু এই প্রথম বাজারে এলো এমন এক স্মার্টফোন যা সাবানজলে ধোয়া যাবে।

ফলে এখন আপনার সাধের ফোনটি নোংরা হলেও কুছ পরোয়া নেহি। স্রেফ ফোনের গায়ে ভালো করে সাবান ঘষুন, তারপর পানি দিয়ে ধুয়ে নিন। শেষে পরিষ্কার ও শুকনো তোয়ালে দিয়ে মুছে ফেললেই আপনার ফোন একেবারে ঝকঝকে। এতটাই নতুনের মতো দেখতে হবে আপনার মুঠোফোনটি, যে আপনার মুখ দেখা যাবে।

ফোনটির নাম ‘ডিগনো রাফর’। তৈরি করেছে কেডিডিআই অ্যান্ড কিয়সেরা নামের এক জাপানি সংস্থা। শুক্রবার আন্তর্জাতিক বাজারে ফোনটি আত্মপ্রকাশ করলো। ফোনটির স্ক্রিন মোড়া ড্রাগনটেল গ্লাসে। বাংলাদেশি মুদ্রায় ‘ডিগনো রাফর’ -এর দাম পড়বে প্রায় ৩৫ হাজার টাকা।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com