অবিশ্বাস্য এক লড়াইয়ে ইতিহাস নাদালের

প্রকাশিত: ১১:৫৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২২

অবিশ্বাস্য এক লড়াইয়ে ইতিহাস নাদালের

খেলাধুলা ডেস্ক :
অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে প্রথম দুই সেট হেরে খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলেন রাফায়েল নাদাল। কিন্তু অভিজ্ঞ এই স্প্যানিশ তারকা দমে যাননি। দুর্দান্ত প্রত্যাবর্তনে পরের তিন সেট নিজের করে নিয়ে তিনি গড়লেন ইতিহাস।

 

মেলবোর্নে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা নিজের করে নিলেন এই স্প্যানিয়ার্ড। ছেলেদের এককে সবচেয়ে বেশি ২১টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড গড়ে তিনি পৌঁছে গেলেন সাফল্যের চূড়ায়।

 

রোববারের ফাইনালে রাশিয়ার দানিল মেদভেদেভের বিপক্ষে পাঁচ ঘণ্টা ২৪ মিনিট স্থায়ী মহাকাব্যিক লড়াইটি ২-৬, ৬-৭, ৬-৪, ৬-৪, ৭-৫ গেমে জিতে নেন নাদাল। ফলে ৩৫ বছর বয়সী এই তারকা রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে ছাড়িয়ে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড নিজের করে নিলেন।


সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com