এশিয়ান আর্চারিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

প্রকাশিত: ৪:০০ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০২১

এশিয়ান আর্চারিতে ইতিহাস গড়লো বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক : ২২তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের পঞ্চম দিনে বুধবার (১৭ নভেম্বর) সকালে রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে দেশকে প্রথম পদক এনে দেয় মেয়েরা। একই ইভেন্টে পুরস্কার জিতেছে ছেলেরাও।

 

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ভিয়েতনামের আর্চারদের ৫-৩ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের তিন অ্যাথলেট দিয়া ও নাসরিন ও বিউটি। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে এটিই ছিল বাংলাদেশের প্রথম পদক। প্রথমবারের মতো পদক পেয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ।

 

বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে চলমান টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে কাজাখস্তানের খেলোয়াড়দের ৬-২ সেটে হারিয়ে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও রামকৃষ্ণ সাহা।

 

আজ দিনের শেষ ইভেন্টে পদক জিততে পারেনি বাংলাদেশের আর্চাররা। শুক্রবার সকালে মিশ্র দ্বৈতে ফাইনালে কোরিয়ার বিপক্ষে স্বর্ণের লড়াইয়ে নামবে বাংলাদেশ।


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com