লাল-শাপলা বিলে অতিথি পাখি অবমুক্ত

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৩

লাল-শাপলা বিলে অতিথি পাখি অবমুক্ত

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পর্যটন কেন্দ্র ডিবির হাওর এলাকায় লাল শাপলা বিল হিসাবে সারা দেশব্যাপী পরিচিত ডিবির হাওর বিলে অতিথি পাখি অবমুক্ত করা হয়েছে।

 

গত ১২ জানুয়ারী উপজেলার দরবস্ত বাজারে অবৈধ ভাবে অতিথি পাখি বিক্রয় কালে উপজেলা প্রশাসন এক অভিযান পরিচালনা করে এসব অতিথি পাখি জব্ধ করেন।

 

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট রিপামনি দেবী।

 

এসময় পুলিশ ও বন বিভাগের কর্মকর্তাগণ এবং বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

পরবর্তী সময়ে ডিবির হাওর শাপলা বিল পর্যটন কেন্দ্রে শতাধিক বিভিন্ন প্রজাতির পাখিগুলোকে অবমুক্ত করা হয়।

 

এসময় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম, লাল শাপলা বিল সুরক্ষা কমিটির সভাপতি আব্দুস শুক্রুর সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

(সুরমামেইল/জেএইচ/এফএ)


সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com