হরিপুরে পাগলের কুড়ালের কোপে ব‍্যবসায়ীর মৃত্যু

প্রকাশিত: ৯:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

হরিপুরে পাগলের কুড়ালের কোপে ব‍্যবসায়ীর মৃত্যু

ছবি : প্রতীকী


ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পাগলের কুড়ালের আঘাতে মুনসুর আলী নামে এক ধান ব‍্যবসায়ীর নিহত হয়েছে৷

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় কাঁঠালডাঙ্গী বাজারে উপজেলার ঢাকদহ গোপালপুর গ্রামের তসির উদ্দীনের ছেলে খালেক পাগল (৪২) কুড়াল দিয়ে মাথায় কোপ মারলে ঘটনাস্থলে মুনসুর আলীর মৃত্যু হয়।

 

নিহত মুনসুর আলীর বাড়ি দিনাজপুর জেলার বিরোল উপজেলার শহরগ্রাম ইউনিয়নের গণনপুর গ্রামে।

 

স্থানীয়রা বলেন, ধান ব্যবসায়ী মুনসুর আলী ধান ক্রয় করার জন্য মঙ্গলবার কাঁঠালডাঙ্গী বাজারে আসে৷ কাঁঠালডাঙ্গী বাজারে একটি চা দোকানে বসে চা খাচ্ছিল, হঠাৎ করেই কুড়াল দিয়ে মাথায় কোপ দিলে ঘটনা স্থলেই মুনসুর আলীর মৃত্যু হয়৷

 

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় খালেক নামে একজনকে আটক করা হয়েছে।

 

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন
  •  

লাইক দিয়ে পাশে থাকুন

রাফি গার্ডেন সুপার হোস্টেল।

 

আমাদের ভিজিটর
Flag Counter

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com