মুজাহিদের (রিভিউ) আবেদনের শুনানির রায় আজ

প্রকাশিত: ২:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০১৫

মুজাহিদের (রিভিউ) আবেদনের শুনানির রায় আজ

mujahid

সুরমা মেইল : মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানির রায় আজ (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে ঘোষণা করা হবে বলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ওয়েবসাইটের কার্যতালিকায় উল্লেখ করা হয়।

এর আগে, মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ আসামি ও রাষ্ট্র উভয়পক্ষের শুনানি শেষে রায়ের জন্য এই দিন ধার্য করেন। বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে মুজাহিদের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, উপস্থিত ছিলেন আইনজীবী এসএম শাহজাহান ও মোহাম্মদ শিশির মনির। আরো উপস্থিত ছিলেন মুজাহিদের ছেলে আহমেদ মাবরুর।

অপরদিকে, রাষ্ট্রপক্ষের শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মমতাজ উদ্দিন ফকির, ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু ও জ্যেষ্ঠ সদস্য প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com