আজ জানা যাবে পৌর নির্বাচনে কারা হচ্ছে নৌকার মাঝি

প্রকাশিত: ১১:৪২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ১, ২০১৫

আজ জানা যাবে পৌর নির্বাচনে কারা হচ্ছে নৌকার মাঝি

pouro

সুরমা মেইলঃ আজ মঙ্গলবার  বিকাল ৪টায় পৌরসভা নির্বাচনের জন্য আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। দলের পক্ষ থেকে একটা সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সেখানেই জানা যাবে পৌর নির্বাচনে কারা হচ্ছে নৌকার মাঝি।

গতকাল সোমবার গণভবনে আওয়ামী লীগের স্থানীর সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন বোর্ডের এক বৈঠকে প্রার্থীদের নাম চূড়ান্ত করার পর এ কথা জানানো হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি জানান আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৬টায় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। সভায় ১৮ সদস্যের মনোনয়ন বোর্ডের প্রায় সকলেই উপস্থিত ছিলেন। রাত সাড়ে ১১টা পর্যন্ত গণভবনে চলে এ সভা।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com