প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

Ashique

 

সুরমা মেইল : বাংলাদেশি মডেল ও নায়িকা নুসরাত ফারিয়া অভিনীত ‘আশিকী’ আজ শুক্রবার মুক্তি পাচ্ছে কোলকাতায়। পশ্চিমবঙ্গের এ জেলার ৯৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি। বুধবার সন্ধ্যায় ছবিটি ছাড়পত্র পেয়েছে। কোলকাতায় পূজা সামনে রেখে মুক্তি পাচ্ছে ছবিটি। পরে বাংলাদেশেও মুক্তি পাওয়ার কথা রয়েছে। দেশে ছবিটি মুক্তি দেয়া হবে কোরবানির ঈদ উপলক্ষ্যে।
ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন বাংলাদেশের আবদুল আজিজ ও কলকাতার অশোক পতি। এই সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া এবং ভারতের অঙ্কুশ। এ ছাড়া বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চিত্রনায়িকা মৌসুমী।

সংবাদটি শেয়ার করুন
  •  

এ সংক্রান্ত আরও সংবাদ

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com