গান গেয়ে ঢাকা মাতালেন, সুনিধি চৌহান ও হাবিব ওয়াহিদ ।

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, নভেম্বর ৭, ২০১৫

গান গেয়ে ঢাকা মাতালেন, সুনিধি চৌহান ও হাবিব ওয়াহিদ ।

surmamail.com

 

 

সুরমা মেইল : ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সুনিধি চৌহান ও বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পী-সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ গান গেয়ে ঢাকা মাতালেন। শুক্রবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সিটির ৪নং নবরাত্রি হলে আয়োজিত ‘উইন্টার ব্লাস্ট ২০১৫ ঢাকা’ শীর্ষক কনসার্টে পারফরম করেন এ দুই তারকা। তাদের সঙ্গে ছিলেন ভারতীয় আইডল মৌসুম-৫ এর বিজয়ী রাকেশ মাইনি।

ক্লাব ইলেভেন এন্টারটেইনমেন্ট ও ইনসেপশন মিডিয়া লিমিটেড কনসার্টটি যৌথভাবে আয়োজন করে।

কনসার্ট শুরু হয় সন্ধ্যা সাড়ে সাতটায়। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় সব গানের তালে তালে নেচেছেন ও নাচিয়েছেন সুনিধি। স্টেজে এসেই তিনি প্রথমে বলেন, ‘হ্যালো ঢাকা, হাওয়ার ইউ’। এরপর একে  একে নিজের জনপ্রিয় সব গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন তিনি।

গানের ফাঁকে সুনিধি বলেন, আমি যতবারই ঢাকায় এসেছি মুগ্ধ হয়েছি। এবারও তাই হলো। আপনাদের ভালোবাসায় আসলে বারবার ফিরে আসতে চাই এখানে। লাভ ইউ ঢাকা।

এদিকে সুনিধি চৌহানের আগে হাবিব ওয়াহিদ নিজের অসাধারণ পারফরমেন্সের মাধ্যমে মুগ্ধ করেন সবাইকে। দিন গেলো তোমারও পথ চাহিয়া, ভালোবাসবো বাসবোরে ইত্যাদি কয়েকটি গান পরিবেশন করেন তিনি।
সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com