আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ

প্রকাশিত: ৪:১২ পূর্বাহ্ণ, জুন ১১, ২০১৬

আ.লীগের কার্যনির্বাহী সংসদের সভা আজ

download (6)সুরমা মেইল নিউজ : আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভা আজ শনিবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার দলের দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এতে সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সভায় আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও ২০তম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সকল সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ১০ জুলাই হওয়ার তারিখ রয়েছে। কিন্তু ঈদের এক কিংবা দুইদিন পরেই সেই তারিখ হওয়ায় তা আবারো পিছাচ্ছে। অবশ্য প্রথম দফায় জাতীয় সম্মেলন হওয়ার কথা ছিল গত ২৮ মার্চ।

সংবাদটি শেয়ার করুন
  •  
WP2Social Auto Publish Powered By : XYZScripts.com